করোনা মোকাবিলায় একসঙ্গে কাজের ঘোষণা দিলেন জাকারবার্গ
করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এতে করোনার তথ্য বিষয়ক বিজ্ঞাপন বিনামূল্যে প্রচারেরও ঘোষণা দেন তিনি।
এ সময় সেন্টার ফডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান ও ইউনিসেফ-এর সঙ্গে কাজ করার ঘোষণা দেন জাকারবার্গ।
এখন পর্যন্ত অন্তত ৯৫টি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মরণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছেন।